কবিতা বন্দ্যোপাধ্যায়
আরো আগুন
কবিতা বন্দ্যোপাধ্যায়
'ওরে আগুন নিভে যাচ্ছে যে',---কে যেন চেঁচিয়ে বললো !
এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম,
অনেক দূরে একটা অবয়ব মিলিয়ে যাচ্ছে
হাতে নিভন্ত মশাল !
আমার হতবাক চোখের পলক পড়ার আগেই জ্বলে উঠলো আরো অনেক,অনেক মশাল
সেই নিভন্ত মশাল থেকে !
এগিয়ে আসতে লাগলো মানববন্ধন হয়ে,
তাদের গনগনে মুখে সেলুলয়েডের পর্দার মত ফুটে উঠলো দুটি শব্দ "বিচার চাই"
সেই শব্দ ছড়িয়ে পড়লো আকাশে-বাতাসে,দেশে-বিদেশে...
তুমি দেখতে পাচ্ছো তিলোত্তমা
ওরা কিন্তু ভয় পেয়েছে খুউব !
ওদের সমস্ত জারিজুরি এখন শেষের পথে,
এবার প্রলয় আসবে
দাউদাউ করে জ্বলছে আগুন
রিলে রেসের মত মশাল ছুটেছে
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ,
আমরা ক্লান্ত হবো না
আমরা হারবো না
তোমাকে হারতে দেবোনা
জিতবে,তুমি জিতবেই...

পাঠকের মতামতঃ